ডোমেইন এর EPP বা AUTH কোড কিভাবে পাবো?

স্বল্পমূল্যে আমার ডোমেইনস থেকে .COM ডোমেইন রিসেল করলে প্রথম বছরে EPP কোড অটোমেটিক পাওয়া যাবে না।

আপনাকে অবশ্যই সাপোর্ট টিকেট ওপেন করে নির্দিষ্ট ডোমেইন এর EPP কোড টি সংগ্রহ করে নিতে হবে। EPP কোড পেলেও ডোমেইন রেজিস্ট্রেশন এর ৬০ দিনের আগে ডোমেইন ট্রান্সফার করা যাবে না তাই ৬০ দিন পর্যন্ত অপেক্ষা করবেন।

বিঃদ্রঃ এই লিমিটেশন শুধুমাত্র প্রথম বছর এ ফেস করতে হবে। ডোমেইন রিনিউ করলে নির্দিষ্ট ডোমেইন এর EPP কোড অটোমেটিক কালেক্ট করা যাবে।

ইন্সট্যান্ট একটিভেশন ও EPP কোড  এর জন্য রিসেলার বাংলাদেশ ব্যবহার করতে পারেন।

  • 0 Users Found This Useful
Was this answer helpful?

Related Articles

ডোমেইন কখন একটিভ হবে?

স্বল্পমূল্যে আমার ডোমেইনস থেকে .COM ডোমেইন রিসেল করলে একটিভ হতে ১ থেকে ৩ ঘন্টা পর্যন্ত সময় লাগতে...

ডোমেইন এর DNS কিভাবে ম্যানেজ করবো?

DNS ম্যানেজমেন্ট করার জন্য CDN বা DNS ম্যানেজার ব্যবহার করতে হবে। সবথেকে দ্রুত DNS ম্যানেজার...

Domain Currently Unlocked! ইরর কিভাবে সমাধান করবো?

আপনার WHMCS এর ক্লায়েন্ট এরিয়া তে ইউজার রা নিচের মতো ইরর মেসেজ পেতে পারে ডোমেইন ম্যানেজমেন্ট পেইজ...

ডোমেইন রিসেলার কিভাবে বিলিং এ ইনটিগ্রেট করবো?

আমার ডোমেইনস এর রিসেলার সিস্টেম খুব সহজে আপনার বিলিং এ ইন্টিগ্রেট করে নিতে পারবেন। WHMCS মোডিউল...

Nameserver আপডেট হতে কতো সময় লাগবে?

ডোমেইন নেমসার্ভার আপনার কাস্টমার রা নিজস্ব ক্লায়েন্ট পোর্টাল থেকে পরিবর্তন করতে পারবে। নেম...